শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
শহীদ বীর মুক্তিযোদ্ধার ভূঁয়া সন্তানের বিরুদ্ধে কল্যাণ ট্রাস্টটে অভিযোগ,কাল শুনানী। কালের খবর

শহীদ বীর মুক্তিযোদ্ধার ভূঁয়া সন্তানের বিরুদ্ধে কল্যাণ ট্রাস্টটে অভিযোগ,কাল শুনানী। কালের খবর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে উপজেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধার ভ’য়া সন্তান সেজে ভাতা তোলার অভিযোগ করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক বরবাররে এ অভিযোগ দাখিল করেন নারী উদ্যোগতা সমাজসেবিকা সাবিনা ইয়াসমিন পুতুল। বাংলাদেশ মুক্তিযোদ্ধাকল্যাণ ট্রাস্ট এর বেসিক কর্মকর্তা মোঃ ফয়েজ আহমদ খান ্ স্বাক্ষরিত এক চিঠিতে আজ মঙ্গলবার (১৩/১২) এর শুনানী অনুষ্ঠিত হবে জানানো হয়।
অভিযোগে দাবী করা হয়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক মোঃ ওয়াহিদুজ্জামান। তার মুক্তিযোদ্ধা গেজেট নং৩৭৯৮। আসল পরিচয় গোপন রেখে ওই শহীদ বীর মুক্তিযোদ্ধার ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলন করছেন কাউন্সিলর। নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের মোঃ কুদ্দুস মিয়ার স্ত্রী নিলুফা ইয়াসমিন। তিনি পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর। এসএসসির সনদ অনুযায়ী তার বাবার নাম আবদুর রহিম। নিলুফা ১৮৮৮ সালে মাঝিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। তিনি ২০১৮ সালের অক্টোবর মাস থেকে প্রতিমাসে শহীদ মুক্তিযোদ্ধার ভাতা ৩০ হাজার এবং ওই শহীদ মুক্তিযোদ্ধার চাকুরীর পেনশন প্রতিমাসে ১২ হাজার টাকা করে উত্তোলন করে আসছেন। বড়িকান্দি ইউনিয়ন পরিষদ থেকে স্বজনপ্রীতির মাধ্যমে আসল বাবার নাম গোপন রেখে জাতীয়তা সনদ ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের প্রত্যায়ন পত্র সংগ্রহ করেন। তিনি প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে সাবিনা ইয়াসমিন পুতুল বলেন, সাচেতন নাগরিক হিসাবে এ অভিযোগ দাখিল করেন তিনি। তদন্তের সাপেক্ষে রাষ্ট্রীয় অর্থ আদায়সহ প্রতারক কাউন্সিলরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। কাউন্সিলর নিলুফা ইয়াসমি এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবী করেন তার বাবা নাম ওয়াহিদুজ্জামান।
এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর বেসিক কর্মকর্তা মোঃ ফয়েজ আহমদ খান এ বক্তব্য জানতে চাইলে,তিনি এ ব্যাপারে কোন বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com