সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
মায়ের কিডনি নিয়ে বাঁচতে চায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। কালের খবর

মায়ের কিডনি নিয়ে বাঁচতে চায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :

কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল মামুন এর দুটো কিডনি অকেজো হয়ে যাওয়ায় মৃত্যুর প্রহর গুনছেন তিনি। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পরেছে। মায়ের কিডনি নিয়ে বাঁচতে চায় মামুন। কিন্তু মায়ের কিডনি প্রতিস্থাপন করতে ৮ লাখ টাকার প্রয়োজন বলে জানালেন তার পরিবার।

রোববার সরেজমিন গিয়ে মামুন এর মা মনোয়ারা বেগম এর সাথে কথা বলে জানা যায়, ২০১৯ সালে আব্দুল্লাহ আল মামুন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স শেষ করে বেড়কালোয়া জামে মসজিদ এ ইমাম হিসেবে যোগদান করেন। মামুন ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিল। আর্থিক দৈন্যতার মাঝে অনেক কষ্টে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে মামুন। কিন্তু হটাৎ করেই তার শারীরিক সমস্যা দেখা দেয় এবং ডাক্তারই পরীক্ষা শেষে জানা যায় তার দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। তিনি বলেন তার ছেলের জন্য নিজের কিডনি দিবেন। কথা বলতে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলেন প্রয়োজনে দুটো কিডনিই দিয়ে দিবেন ছেলেকে বাঁচাতে! কিন্তু কিডনি প্রতিস্থাপনের এতো টাকা কোথায় পাবেন তিনি? তিনি তার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান সহ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে সার্বিকভাবে তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

মামুন এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করতে তার বিকাশ, নগদ ও ব্যাংক একাউন্ট নাম্বার দেওয়া হলো।

আব্দুল্লাহ আল মামুন, বিকাশ / নগদ (পার্সোনাল) 01745-157213
ব্যাংক একাউন্ট NCC bank 00620310024510

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com