শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট । কালের খবর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট । কালের খবর

dav

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর  : সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল প্রায় নগদ ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটে।

সরোজমিনে সংগঠনগুলোর সভাপতি/সধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, উক্ত সংগঠনগুলোর পাহাড়াদার মোতালেব, ঘোতন প্রাং, নজরুল ও আজমতকে অস্ত্রের মুখে বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী পরিবহন সমিতির কার্যালয়ের তালা ভেঙ্গে রুমের ভিতর বেঁধে রাখে ডাকাতদল। এরপর তারা সংগঠনগুলোতে নগত টাকা লুট করে। ১৮ থেকে ২০ জন ডাকাতদলের মধ্যে দুজন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ছিল বলে জানা যায়।

তারা আরও জানান, উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন হতে মোট ১৪ লক্ষ টাকা, বাঘাবাড়ি মটর শ্রমিক সমিতি হতে ৫ লক্ষ টাকা, বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী পরিবহন সমিতি হতে ৭ লাখ ৫০ হাজার টাকা এবং বাঘাবাড়ি নয়নের আলো শ্রমিক সমবায় সমিতি হতে ১৭ লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেন। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলেও জানা যায়।

এব্যাপারে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান সিরাজ, বাঘাবাড়ি নয়নের আলো শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ এবং বাঘাবাড়ি মটর শ্রমিক সমিতির ক্যাশিয়ার ইউনুস আলী জানান, দুজন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ছিল বলে নাইটগার্ড এগিয়ে গিয়ে সালাম দেন তখন তারা অস্ত্রের মুখে নাইটগার্ডদের জিম্মি করে কার্যালয়গুলোর ভিতরে ঢুকে নগত প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টাকার মত লুট করে নিয়ে যায়। তারা ঘটনাটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। এতো নগদ টাকা কেন কার্যালয়গুলোতে ছিল প্রতিবেদকের এমন প্রশ্নের জব্বাবে কেউ তেমন সদুত্তর দেননি।

এদিকে খবর পেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলসহ পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলের আলামতসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল প্রতিবেদকে জানান, তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার সাথে কে বা কাহারা জড়িত আছে। এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com