শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া, কালের খবর : কুষ্টিয়ার কুমারখালীতে প্রেমের জেরে এইচএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেছে অপর প্রেমিক। ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত এইচএসসি পরীক্ষার্থী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত এইচএসসি পরীক্ষার্থী জোতপাড়া গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে মোঃ শামীম (২৩) । সে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
আহত শামীম এর চাচা আশরাফুল আলম জানান, শামিমের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। অনেকদিন যাবত একই এলাকার রব্বানের ছেলে সাগর শামীমকে তার প্রেমিকা থেকে দুরে সরে যাবার হুমকি দেয়। শামীম তার কথায় রাজি নাহলে বৃহস্পতিবার সন্ধ্যায় শামীমকে পড়ার টেবিল থেকে সাগর (২৪) ও মামুন(১৮) ডেকে নিয়ে যায়। এসময় শামীম তার প্রতিবেশী চাচা মিলনকে সাথে নিয়ে গেলে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যাওয়ার পর সাগর আবারও শামীমকে তার প্রেমিকার জীবন থেকে সরে যাওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করে। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সাগর তার কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে শামিমকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। শামীমের চাচা মিলন বাধা প্রদান করতে গেলে সাগর তাকেও আঘাত করার চেষ্টা করে। তখন মিলন চিৎকার করলে সাগর ও মামুন পালিয়ে যায়। পরে আহত শামীমকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি জানতে কুমারখালী থানার ওসি মহসিন হোসাইনকে সরকারি মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ করেননি।