মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
কুমিল্লা প্রতিনিধি, কালের খবর :
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সালের জন্য কমিটি গঠন করা হয়। ০৯ অক্টোবর বিকাল তিন টায় উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিব মিয়াজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের উপস্থাপনায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন, উপদেষ্টা পরিষদ: আব্দুল লতিফ মিয়াজী (চাঁদপুর সংবাদ), ফরিদ উদ্দিন সিদ্দিকী(সংবাদ সারা বেলা), কামাল উদ্দিন( ভোরের চেতনা), সুমন সরদার (বাংলাদেশের আলো)
কমিটির সভাপতি একেএম গোলাম নবী খোকন ( দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও দৈনিক চাঁদপুর দিগন্ত),
সহ সভাপতি:
আতিকুর রহমান দুলাল(বিশ্ব বিদ্যালয় পরিক্রমা), দেওয়ান সালাউদ্দিন ( আলোকিত চাঁদপুর), আব্দুল বারী( দৈনিক বাংলাদেশের আলো), আল আমিন ভূঁইয়া (দেশ বার্তা )
সাধারণ সম্পাদক: ফয়জুন্নুর আখন রাসেল(প্রতিদিনের সংবাদ, নূরানী রেডিও), যুগ্ম সাধারণ সম্পাদক:
ইমরান মাসুদ, সাংগঠনিক সম্পাদক:
মোঃ ওয়াস কুরুনী খান মুকুল( যায় যায় কাল ) কোষাধ্যক্ষ: সালেহ আকরাম, দপ্তর সম্পাদক: নওফেল হাসান মায়াবি’জ(আজকের দর্পন)
সাংস্কৃতিক সম্পাদক: এম রাসেল রহমান(বাংলা নিউজ),
প্রচার সম্পাদক:আব্দুল আউয়াল(আদি বাংলা)
কার্যকরী সদস্য: শেখ ওমর ফারুক ( দৈনিক নয়াদিগন্ত) খোরশেদ আলম বিপ্লব( পাঠক সংবাদ),
এম.এম সাইফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ, জনপদ সংবাদ), আক্তার হোসেন( স্বাধীন বাংলা), শাহাদাত হোসেন (জনপদ সংবাদ), নাজমুল হোসেন (আজকের মতলব), সম্রাট শিকদার( ভোরের দর্পণ)।