শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ।
বোয়ালমারীতে পরকীয়ার জের স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন। কালের খবর

বোয়ালমারীতে পরকীয়ার জের স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর)থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় পরকীয়ার জের ধরে নূপুর বেগম (২৪) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন । বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যাকান্ড ঘটেছে ।

এলাকাবাসী জানান, ১৩ বছর আগে প্রেম করে একই গ্রামের কাওসার মোল্যার ছেলে মুসা মোল্যার সাথে বিয়ে হয় নূপুরের। তাদের ১৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বছরখানেক আগে পার্শ্ববর্তী ছোলনা গ্রামের মো. রেজাউল মোল্যার ছেলে নাঈম মোল্যার সাথে পরকীয়ার জড়িয়ে পড়ে নূপুর। ইতোমধ্যে ৩বার ঘর ছেড়ে প্রেমিক নাঈমের হাত ধরে পালিয়ে গিয়ে কিছুদিন যাবত সংসার করে সে। সেখান থেকে পরিবারের সমঝোতায় স্বামীর ঘরে ফিরে এলে প্রেমিক নাঈম মোল্যা ওরফে লাদেন নূপুরকে স্ত্রীর দাবী করে বসে। এ বিষয়ে গত ৭ অক্টোবর শুক্রবার একটি গ্রাম্য সালিশ হয়। সালিশে শরিয়া আইন মোতাবেক তিন মাস ইদ্দদ পালন শেষে মেয়ের ইচ্ছানুযায়ী পুনরায় স্বামী নির্বাচনের অধিকার দিয়ে নূপুরকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। সেখানে স্বামীর দাবিদার দুইজনের কেউ নূপুরের সাথে দেখা করতে পারবে না বলে শর্ত দেয়া হয়। সালিশের দুই সপ্তাহের মাথায় গত বৃহস্পতিবার রাতে নূপুরের বাড়ীতে হাজির হয় প্রেমিক নাঈম। নিহতের মেয়ে ফারিয়া তার পিতা মুসাকে ফোন করে ঘটনা জানালে নূপুরের বাড়ীতে প্রাক্তন স্বামী মুসা হাজির হলে পালিয়ে যায় প্রেমিক নাঈম।
এ সময় নূপুরকে সামনে পেয়ে রাগের বশবর্তী হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে স্বামী মুসা মোল্যা (৩২) পালিয়ে যান। পরে পরিবারের লোক নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে ভোর ৪টার দিকে মৃত্যু হয় নূপুরের।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com