শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
খুলনার মহাসমাবেশ ঘিরে যশোরে গ্রেফতার আতঙ্কে বিএনপি। কালের খবর

খুলনার মহাসমাবেশ ঘিরে যশোরে গ্রেফতার আতঙ্কে বিএনপি। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

খুলনায় বিএনপির মহাসমাবেশ ২২ অক্টোবর সফল করতে যশোরের বিভিন্ন হাট-বাজারে দলীয় নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাচ্ছে। দলটির অভিযোগ, জেলাটি থেকে ৫০ হাজার মানুষ সমাবেশ স্থলে যেতে প্রস্তুতি নিয়েছে। আর এটাকে বাঁধাগ্রস্থ করতে অপকৌশল নেয়া হয়েছে। তারা দলীয় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছে, করছে আটক। গত দুই দিনে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে পুলিশ পরিকল্পিতভাবে গ্রেফতার চালাচ্ছে। এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে । সদরের নরেন্দপুর ইউনিয়ন পরিষদের একজন মেম্বার ও স্থানীয় একজন যুবলীগ কর্মীর ইতোপূর্বে দায়ের করা পৃথক দুটি হামলার পেন্ডিং মামলায় ১৭ নেতাকর্মীকে আটক দেখানো হয়। মঙ্গলবার আটক নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার ভোররাতে মণিরামপুর উপজেলায় ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ২৮জনসহ জেলার বিভিন্ন উপজেলায় গত দুইদিনে অর্ধশতাধিক নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমরা খুলনার সমাবেশে ৫০ হাজারের বেশি মানুষকে নিয়ে যেতে প্রস্তুতি নিয়েছি। মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ পরিকল্পিতভাবে নেতাকর্মীদের আটক করেছে। কিন্তু এতে সরকারের উদ্দেশ্য সফল হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন বলেন, ‘পুলিশ পরিকল্পিতভাবে গ্রেফতার করছে না; যাদের বিরুদ্ধে ভাংচুর বা অন্যান্য মামলা রয়েছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com