শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
বাঘারপাড়া (যশোর) প্রতিবেদক, কালের খবর : যশোরের খাজুরা বজারের মোল্যা বস্ত্রলয়ের মালিকের ছেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুুুক্তভোগী ওই নারী অভিযোগ করেছেন, প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভনে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মান্নান। এতে তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে তাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। কিন্তু, বিয়ের কথা বললে মান্নান তা প্রত্যাক্ষান করেন। বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত মান্নানের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মান্নান কোথায় আছে তা আমরা জানিনা’। এ ব্যাপারে তারা কিছু জানেন না বলে সাংবাদিক কে জানিয়েছেন। ভুক্তভোগী থানায় অভিযোগ করার পর পুুলিশ আসামি কে খজছে
বলে জানা গেছে । জানা গেছে, আব্দুল মান্নান একজন কাপড় ব্যবসায়ী। সেই সূত্রে তার পরিচয় হয় ওই নারীর সাথে। এর এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মান্নান।
অভিযোগে ভুক্তভোগী দাবি করেছেন, বিয়ের প্রলোভনে মান্নান তার সাথে শারীরিক সম্পর্ক করায় তিনি সন্তান সম্ভবা হয়েপড়লে জোর করে গর্ভপাত করান মান্নান। কিন্তু, তাকে বিয়ে না করেন বিদেশে পাড়ি জমান। বিষয়টি নিয়ে তিনি মান্নানের বাড়িতে গেলে তার পিতা ওই নারীকে আশ্বাস দিয়ে বলেন মান্নান দেশে ফিরলে তাদের বিয়ে দেবেন। গত ২৫ অক্টোবর মান্নান দেশে ফিরলে ভুক্তভোগী তার স্বরণাপন্ন হন। এবারও মান্নান তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। কিন্তু, বিয়ের কথা তুলতেই তার সাথে প্রতারণা করা হচ্ছে দাবি করে ভুক্তভোগী মান্নানের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে
যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে, মান্নানকে আটক করা যায়নি। অভিযোগের বিষয়টি জানতে পেরে সে আত্মগোপন করেছে।