মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের প্রয়াত মরহুম ডাঃ আজিজুল ইসলাম বাচ্চু ও ডাঃ নজরুল ইসলাম মৃত্যুবার্ষিকী ও নবীনগর প্রেসক্লাবের সকল প্রয়াত সদস্যদের বিদেহী রুহের মাগফেরাত কামনায় ও জেলা প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র আশু রোগমুক্তির কামনায় আজ সকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আবু কামাল খন্দকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন,সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা,অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ হোসেন শান্তি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ চক্রবর্তি শ্যামল, প্রেস ক্লাবের সদস্য মোঃ মনির হোসেন, আব্দুল হাদী ,মিঠু সূত্রধর পলাশ ,পিয়াল হাসান রিয়াজ ,মোহাম্মদ আক্কাস আলী , শফিকুল ইসলাম বাদল, এস এ রুবেল সহ আরো অনেকেই।
শেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।