শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
মোঃ আশরাফ উদ্দীন, চচট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় মনোমুগ্ধকর অন্যতম একটি সুন্দর স্থান।প্রতিদিন অনেক মানুষ এস্থানে বেড়াতে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো ভ্রমণ পিপাসু মানুষ এস্থানে ঘুরতে আসে।
কিন্তু প্রতিদিন সকালে এস্থানে গেলে চোখে পড়ে অনেক কলেজ ছাত্র ছাত্রী কলেজের নাম করে ঘুরতেছে।প্রতিদিন বিপুল পরিমাণ ছাত্র ছাত্রী ক্লাস না করে কলেজ সময়ে চন্দ্রনাথ পাহাড়ে ঘুরাঘুরি করে।সকালের দিকে চন্দ্রনাথ পাহাড়ে গেলে চোখে পড়ে কলেজ পোশাক পড়ে বেশ কিছু শিক্ষার্থী ক্লাস না করে ঘুরাঘুরি করতেছে।কয়েকজনের সাথে কথা বলে জানা যায় স্যারদের চোখ ফাঁকি দিয়ে একদিনের জন্য ওখানে ঘুরতে গেছে।অনেকেই বলতেছে একদিন ক্লাস না করলে তেমন কিছুই হবে না।ওখানের স্থানীয় এক অটো ড্রাইভারের সাথে কথা বললে উনি বলেন এই জায়গাই প্রতিদিন শত শত কলেজের ছেলেমেয়ে এখানে ঘুরতে আসে।তিনি আরো বলেন ছেলেমেয়েদের মা বাবার চোখ ফাঁকি দিয়ে এভাবে ঘুরাঘুরি করে। বাবা মা জানতে পারলে কেমন হবে।এ অবস্থার একটা সমাধান প্রয়োজন।