সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী সভাপতি ও দৈনিক যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রেস ক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- নয়াদিগন্ত প্রতিনিধি কামাল খান(সহ-সভাপতি), প্রতিদিনের স্বদেশ প্রতিনিধি নিজাম উদ্দিন স্বাধীন(যুগ্ন সাধারণ সম্পাদক), বাংলাদেশ বার্তা প্রতিনিধি সাদ্দাম হোসেন(কোষাধ্যক্ষ), চ্যানেল সিক্স প্রতিনিধি হোসেন আলী সিপাহী(দপ্তর সম্পাদক), ভোরের চেতনা প্রতিনিধি সাইফুল ইসলাম (প্রচার সম্পাদক) , এবং সদস্য রিপোর্ট ৭১০ এর বিশেষ প্রতিনিধি সৈয়দ নূর-ই আলম শোভন, লিপিকা মন্ডল।