রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
নবীনগর প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজার এলাকায় লকডাউন বাস্তবায়ন করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি, মোশারফ হোসেন। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলায় ৩ জনকে ৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২টি মামলায় ০২ জনকে ৩০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় ২টি মামলায় ২ জনকে ১৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ০৭ টি মামলায় ০৭ জনকে ২৩০০ দুই হাজার তিন শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সসয় তিনি সকলকে স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান, এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নিষেধ করেন। মোবাইল কোর্ট পরিচালনা শেষে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচারনা এবং মাস্ক বিতরণ করা হয়।