বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার হুমকি দেশের জন্য অকল্যাণকর। কালের খবর : মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর রায়পুরায় ৩১ দফা গণতন্ত্রের সনদ : কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল। কালের খবর খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। কালের খবর নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার রাস্তাটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে : ড. সালেহউদ্দিন আহমেদ। কালের খবর বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সুস্থতা কামনায় মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর মাটিরাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত। কালের খবর মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন। কালের খবর
নবীনগরের সাংবাদিকের বিরুদ্ধে স্বজনদের ঝাড় ও জুতা মিছিল, থানায় অভিযোগ। কালের খবর

নবীনগরের সাংবাদিকের বিরুদ্ধে স্বজনদের ঝাড় ও জুতা মিছিল, থানায় অভিযোগ। কালের খবর

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া ) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ও স্বামী সন্তানকে ঘুম করার অভিযোগ এনে গতকাল বৃহসপতিবার (২৯/০৪) সাংবাদিক (দৈনিক কালের কণ্ঠ) গৌরাঙ্গ দেব নাথ এর বিরুদ্ধে মহিলাদের একটি গ্রæপ ঝাড়– ও জুতা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে শেষ হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মধ্যমে কিছু আপত্তিকর পোষ্ট করার প্রেক্ষিতে কতিপয় লোক ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে মর্মে মাঝিকাড়া গ্রামের সুমন উদ্দিনসহ একাধিক ব্যাক্তির নামে একটি জিডি করা হয়। এ ঘটনার সাথে সুমন উদ্দিন কোনভাবেই জড়িত নয় দাবী করে তার স্ত্রী রওশন আরা বেগম ও মা শোভা আক্তারের নেতৃত্বে আত্বীয় স্বজনসহ প্রায় অর্ধশত মহিলা গতকাল এ ঝাড়– ও জুতা মিছিল করেন। মিছিল শেষে সুমন উদ্দিনের ন্ত্রী সাংবাদিকদের বলেন, ওই ঘটনার সাথে আমার স্বামী জড়িত নয়, প্রতিহিংসা পরায়ন হয়ে ব্যক্তি আক্রোশে তাকে জড়ানো হয়েছে। ওই জিডির পর আজ তিনদিন ধরে আমার স্বামী নিখোঁজ। পরে পরিষদ প্রাঙ্গনে জড়ো হওয়া মিছিলকারী মহিলাদের ছাত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় সুমন উদ্দিনের মা শুভা আক্তার সু-বিচার পাওয়ার জন্য নবীনগর থানায় একটি লিখিত আবেদন করেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, লিখিত আবেদন বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com