বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
।। প্রেস বিজ্ঞপ্তি ।।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সিনিয়র সদস্য ও দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদনা সহকারী নূর মুহাম্মদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নূর মুহাম্মদ আজ বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন ছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্ব^জন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ রোববার বাদ এশা নিজ গ্রাম জামালপুর জেলার মেলান্দহ থানার সরুলিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।