মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
টাঙ্গাইল থেকে আহমেদ সাজু, কালের খবর :
টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরে গোসল করতে নেমে সোহান (১০)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮মার্চ)দুপুরে উপজেলার ভাবলা গ্রামের একটি পুকুরে থেকে ঐ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।নিহত সোহান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী এলাকার আলমের ছেলে।এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ -পরিচালক রেজাউল করিম বলেন, আমরা স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ পুকুর থেকে ঐ শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা বলেন,সোহান নানা বেড়াতে এসে এমন করুণ পরিনতি হলো।দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে,এক পর্যায়ে ডুবে এমন মৃত্যু হয়েছে। সোহানের অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।