সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
আহমেদ সাজু( সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর গৃহবধু নার্গিস হত্যা মামলার রহস্য দীর্ঘ দেড়বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবি আই)।নিহতের সাবেক স্বামী মনিরুজ্জামান চীফ জুডিশিয়াল আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দেন।সোমবার (১৫মার্চ)
টাঙ্গাইলের (পিবিআই)পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন এ তথ্য নিশ্চিত করেন।মামলার বিবরণ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার নেকিপাড়া গ্রামের মো.নাসির উদ্দিনের মেয়ে নার্গিস ২০১৯সালের ১১
সেপ্টেম্বর নিখোঁজ হন। দুইদিন পর নার্গিসের বাড়ির উত্তর পাশে ধান ক্ষেতে গলায় ওড়না পেচানো লাশ
উদ্ধার করা হয়। নিহতের বাবা বাদী হয়ে মধুপুর থানায়
অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা করেন। এ ঘটনাটি স্থানীয় থানা পুলিশ তদন্ত করে।পরে মামলা
পিবিআই কাছে হস্তান্তর হয়।ঘটনার সূত্র ধরে, পিবিআই নানা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক স্বামী মনিরুজ্জামানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন। গত শনিবার ধনবাড়ি উপজেলার কান্দিপুর গ্রাম থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।পিবিআই পুলিশ সুপার বলেন,আসামির জবানবন্দিতে জানা যায়,নার্গিসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়েতে আবদ্ধ হন।কিছু দিন পর সম্পর্কের অবনতি হলে তাকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করে।দ্বিতীয় বউ থাকা স্বত্বেও আবার নার্গিসের সাথে যোগাযোগ
রাখে। নার্গিস তাকে বলে দ্বিতীয় বউ তালাক দিলে
পুনরায় তাকে বিয়ে করবে।নার্গিসের কথামত তাকে তালাক দেয়।পরে নার্গিসের সাথে দেখা করতে বাড়িতে যায়,তাকে একা পেয়ে ধর্ষণ করে।দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করলে নার্গিস তাকে বাধা দিলে গলায় ওড়না চেপে ধরে।একপর্যায়ে নার্গিস মারা যায়।এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশ ধান ক্ষেতে ফেলে এলাকা ছেড়ে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে আত্মগোপনে
চলে যান।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরামুল আসামি জবানবন্দি লিপিবদ্ধ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।