বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি (পাভেল) , কালের খবর :
কুড়িগ্রামের ফুলবাড়ি থানার ভাঙ্গামোর ইউনিয়নে খোচাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কাদিম উদ্দীনের ছেলে আহিনুর, (৩৫) ও জাহিনু(৩০) দা লাঠি দিয়ে মারধরের দু-জনে নিহত হয়েছে। পারে প্রাতি পক্ষের সহিদুল ইসলাম তিনি ঐ ইউনিয়নের রানিং মেম্বার ওতার ছেলে এই ঘটনা ঘটে। পারে ফুলবাড়ি থানার ওসি রাজিব কুমার রায় ঘটনার স্থান পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।এবং ঘটনা সত্যতা নিশ্চিত করেন। আরোও বলেন মামলার প্রাস্তুুতি চলছে।