রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি (পাভেল) কালের খবর : কুড়িগ্রামের হোলো খনা ইউনিয়নে কাগজি পারা খালের উপর নির্মিত থাকলেও এলাকা বাশির কাজে আসছেনা ব্রিজের দু’পাশে সংযোগ রাস্তা নেই। ফলে এলাকাবাসীকে দূভোগ পোহাতে হচ্ছে। ব্রিজের পূর্ব পাশে শত শত বিঘা জমিতে সরিষার ফসলে মাঠ ভরে গেছে। এলাকাবাসী জানান ব্রিজ ভাঙন সংস্কার না করাই কষ্ঠকর হয়ে গেছে। এলাকার ব্রিজটি দিয়ে চলাচল করা প্রায় ৩ হাজার পরিবারের সদস্যদের চলাচলের কষ্ট কর।ব্রিজটি দিয়ে রিকশা বা সাইকেল নিয়েও চলাচল করতে পারছেন না।