রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
মো: গোলাম মোস্তফা, নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি, কালের খবর :
ময়মনসিংহের নান্দাইলে কবিরাজির নামে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে নান্দাইল মডেল থানা পুলিশ ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,আটককৃত কবিরাজের নাম মুক্তুল হোসেন (৫০) । সে উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির দত্তপুর গ্রামের মৃত আঃ কাদির মুন্সির পুত্র।
থানার অভিযোগে জানা যায়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মান্দারতলী গ্ৰামের ৩৩ বছর বয়সী ঐ নারীর সাথে তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। মহিলা কোন মাধ্যমে জানতে পারে মুক্তুল কবিরাজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দেয় । ওই নারী ফোনে যোগাযোগ করলে কবিরাজ জানায় এই সম্পর্ক তৈরি করে দিতে হলে তার বাড়িতে আসতে হবে এবং অবস্থান করতে হবে।
কবিরাজের কথা মতো ওই নারী গত ২ নভেম্বর থেকে কানারামপুর বাজারে কবিরাজের বাসায় অবস্থান করছিল। গত দুইদিন কবিরাজীর নামে তাকে ধর্ষণ করে।
গতকাল ৮ নভেম্বর রবিবার দুপুরে ওই নারী কৌশলে পালিয়ে এসে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই কবিরাজ মুক্তুলকে আটক করে পুলিশ ।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।