শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা : কালের খবর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। কালের খবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। কালের খবর জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু। কালের খবর জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তিতে রোগীরা বিএনপি নেতা বাবর১৭ বছর পর কারামুক্ত। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর কুমিল্লার নাঙ্গলকোটে যুবদল নেতার নেতৃত্বে ২ কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ। কালের খবর গুমতি‌ বিকে উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব২০২৫ এসো‌‌ দেশ বদলাই,পৃথিবী বদলাই। কালের খবর
নারায়ণগঞ্জে সোর্সদের মাদক ব্যবসা। কালের খবর

নারায়ণগঞ্জে সোর্সদের মাদক ব্যবসা। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  :

বিশ্বজুড়ে করোনার তান্ডবে সব সমিকরনই পাল্টে গেছে। কালো কারবারি, হত্যা, গুম, খুন, রাষ্ট্র বিরোধি কার্যকলাপ মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই ও চুরি চলছেই।করোনা মহামারি কালেও থেমেনেই এসব পেশা শ্রেনীর মানুষগুলো। এসকল অপরাধগুলোর মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।
সূত্রানুযায়ী, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানাধীন এলাকার মধ্যবর্তী এলাকাগুলোতে, গড়ে উঠেছে মাদকের বিশাল আখড়া । শহরের খানপুর, সর্দারপাড়া, তল্লা রেললাইন, হাজিগঞ্জ, চানমারি, সবুজবাগ, পশ্চিম তল্লা। এই এলাকাগুলোতে হাত বাড়ালইে পাওয়া যাচ্ছে সকল প্রকার মরন নেশা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড়শতাধীক মাদক বিক্রেতা রয়েছে এখানে। এরা মোবাইলের মাধ্যমে ফেড়িকরে খুব সহজেই গ্রাহকের কাছে মাদক পৌছে দিচ্ছে। ঘনিষ্ঠ স্ত্রূটি জানিয়েছে, এদের মধ্যে হত্যা সহ অসংখ্য মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ফেরারী আসামিও রয়েছে। আর এদেরকে মাদকের বড় বড় চালানদিয়ে জোগান দিচ্ছে নেপথ্যে থাকা পুলিশের সোর্স পরিয়ধারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক খানপুর সর্দারপাড়ার বেশকিছু উঠতি বয়সের যুবক জানিয়েছে, এসমস্ত মাদক ব্যবসায়ীদের জন্য এলাকার মেয়েরা ঠিকমতো স্কুল কলেজে যেতে পাড়ছেনা। এলাকার গলিতে গলিতে বহিরাগতদের যাতায়াত বেড়েছে। যার ফলে চুরি, ছিনতাই ও হত্যার মতো জঘন্য ঘটনা দিনদিন বেড়েই চলেছে।
সরেজমিনে অনুসন্ধানে গিয়ে শাহিন নামে এক মাদক ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি জানান, আমরা যে মাদক বেচি ঠিক আছে। কিন্তু মাদক কিনার জন্য কোন জায়গায় যাওন লাগেনা। ঘরে বইয়াই পাই। আবার জাগো কাছ থেকে লই হেগো না লইলে পুলিশ, ডিবি, র‌্যাব দিয়া হয়রানি করে (সোর্স)। পুলা পাইনরে ধরাইয়া দেয়। শাহিনের কাছ থেকে জানা যায়, অপরাধ জগতে ধরাছোয়ার বাইরে থাকা এমন একজন মাদক সম্রাটের নাম যিনি বরিশাইল্লা জিকু বা টোকাই জিকু নামে পরিচিত। তিনি জানান, রেললাইনের জিকু, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। বরিশাইল্লা জিকুর কাছ থেকে মাদক কিনতে না চাইলে বা টাকা দিতে দেরি হলে, জিকু প্রশাসনের হুমকি দেয়। তারা বলে, কোন কাহিনি কইরোনা। ঘড়ের থেকে গুস্টি শুইদ্দা দইরা লইয়া যাইবো। শাহিন আরও জানান, ব্যবসার লেনদেনের ব্যপারে বরিশাইল্লা জিকুর সাথে সব সময় মােবাইল ফোনে কথা হয়। টোকাই জিকুর সাথে কথা হওয়া এমন কিছু কল রেকর্ড আছে তার কাছে। পুলিশের সোর্স মাদক ব্যবসায়ী টোকাই জিকু শাহিনের কাছ থেকে বড় ধড়নের স্বার্থ হাসিল করতে না পাড়ায়, নতুন করে প্ল্যানিং করে। অপরাধ জগতের আরেক মাদক সম্রাট গুল্লি জনিকে নিয়ে। আর জিকুর প্ল্যানিং মোতাবেক গেলো আগস্টের ৮ তারিখ শাহিনকে গুল্লি জনি ও তার দলবল হামলা চালায়। অল্পের জন্য বেচে গেলেও শাহিনের গলায় ও বাম বুকের পাজরে সেলাই লেগেছে ২৪টি। এ ব্যপারে আহত আগে শাহিনের পরিবারের সদস্যরা জানায়, আগে শাহীন সুস্থ্য হোক। পরে সকলে জানতে পারবে মামলা হবে নাকি হামলা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com