রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
কালের খবর : দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বন্দরের প্রবীণ সাংবাদিক এস এম বাবুল। মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী এই সাংবাদিকের শারিরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে দেখতে বন্দর লেজারার্স আবাসিক এলাকায় তাদের বাসায় ছুটে যাচ্ছেন কেউ না কেউ। কিন্তু সংবাদকর্মীর সংখ্যা খুবই কম। বিষয়টি বাবুলকে বেশ পীড়া দেয় বলে জানান তারা।
ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম বাবুল বর্তমানে দৈনিক আমার সংবাদ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি ও দেশের আলোর বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন।
এক বছর আগে তিনি দেশে নানা পরীক্ষা-নীরিক্ষার পর ভারতে একটি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে দেশে ফিরে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে পাকস্থলিতে ক্যান্সার হয়েছে বলে ল্যাব এইডের চিকিৎসক শফিকুল ইসলাম নিশ্চিত করেন। সপ্তাহে অন্তত ২বার এক ব্যাগ করে ‘বি’ পজেটিভ রক্ত দিতে হচ্ছে এই সংবাদকর্মীর।
এস এম বাবুলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।