নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে পঙ্গু বাবা মায়ের সেবা করতে গিয়ে ফেরি করে কাপড় বিক্রি করছেন দিনা আক্তার নামের এক নারী। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকে একটি স্ট্যাটার্স দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বুধবার দুপুরে একটি হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান প্রতিবন্ধী নজরুল ইসলামের বাড়িতে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, সমাজ সেবা কর্মকর্তা পারভেস হোসেন।
হুইল চেয়ার পেয়ে কান্নাজনিত কন্ঠে নজরুল ইসলাম বলেন, ১৭ বছর ধরে বিছানাই পড়ে আছি কেউ আমাদের খবর নিল না। আজকে আমারে ইউএনও সাহেব খাদ্য সামগ্রী ও হুইল চেয়ার দিছে আমি ও আমার পরিবার ওনার কাছে কৃতঞ্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, খাদ্যা সামগ্রী ও একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে অসহায় পরিবারটিকে। এবং নজরুল ইসলামকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া জন্য সমাজ সেবা কর্মকর্তাকে বলা হয়েছে।