রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নতুন বাংলাদেশে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কত টুকু। কালের খবর দেবিদ্বারে মাদক কারবারী দম্পতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ। কালের খবর বাংলাদেশের রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও তারেক রহমান। কালের খবর ‌‌সম্প্রীতি সমাবেশ। কালের খবর সড়ক ও জনপদের ৩য় শ্রেণির কর্মকর্তার সম্পদের পাহাড়। কালের খবর  পেশাদার সাংবাদিকদের সবরকম সুরক্ষা দিতে কাজ করছে অর্ন্তবর্তীকালীন সরকার : এম আব্দুল্লাহ। কালের খবর সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন। কালের খবর ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে : ইউএনও মনজুর আলম। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান। কালের খবর
বান্দরবানে সোনালী ব্যাংক থেকে প্রকল্পের ২২ লক্ষ ৫০ হাজার টাকার নিয়ে নৈসপ্রহরী উধাও। কালের খবর

বান্দরবানে সোনালী ব্যাংক থেকে প্রকল্পের ২২ লক্ষ ৫০ হাজার টাকার নিয়ে নৈসপ্রহরী উধাও। কালের খবর

পানোয়াম বম, বান্দরবান জেলা প্রতিনিধি, কালের খবর :
বান্দরবানে আলীকদম উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পে (পল্লী সঞ্চয় ব্যাংক) সোনালী ব্যাংক আলীকদম উপজেলা শাখা থেকে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকার তুলে উধাও হয়ে গেছে উক্ত পল্লী উন্নয়ন প্রকল্পে আলীকদম উপজেলা শাখায় নৈজপ্রহরী উসাউসুই মার্মা(৩০)। ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই রবিবার প্রায় সকাল ১১ টার দিকে। সূত্রে মতে, উক্ত প্রকল্পে সকল কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ কাজেই ব্যাস্ততার কারণে নৈজপ্রহরী উসাইসুই মার্মা কে উক্ত সঞ্চয় টাকার উত্তোলনে দায়িত্ব দেওয়া হয়, জানা গেছে অফিস কর্তৃক দেওয়া দায়িত্ব পালনে উক্ত প্রকল্প মাঠ সহকারী সাইদুল হাসান কে সাথে করে প্রকল্প সঞ্চয় উত্তোলন করতে আলীকদম সোনালী ব্যাংকে যান এবং ব্যাংক থেকে পল্লী সঞ্চয় টাকা প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকার উত্তোলন করে তারা দুই জনের এক সাথে অফিসের আসার কথা থাকলে ও উক্ত প্রকল্প মাঠ সহকারী সাইদুল হাসান নিজ কাজেই হিন্দু পাড়ায় থেকে যান এবং নৈজপ্রহরী উসাইসুই মার্মা কে টাকা নিয়ে অফিসে যেতে বললে নৈজপ্রহরী তিনি আর অফিসে উপস্থিত হয়নি, জানা গেছে, যথা সময়ে অফিসে উপস্থিত না হাওয়ায় নৈজপ্রহরী উসাইসুই মার্মা কে অফিসে কর্মকর্তা কর্মচারীরা দুপুর ২টার পযর্ন্ত অনেক খোঁজাখুঁজি করা হলে কোন হদিস না পাওয়ায় অর্থ লোটপাটের বিষয় নিশ্চিত হন কর্তৃক পক্ষ. অফিস কর্তৃক জানিয়েছেন, ঘটনার ওই দিনে আমার বাড়ী আমার খামার প্রকল্পের( পল্লী সঞ্চয় ব্যাংক) সোনালী ব্যাংক আলীকদম শাখায় লেনদেন করেন, তাই গ্রাহকরা ঋন দিতে ২২ লক্ষ ৫০ হাজার টাকার উত্তোলন করতে প্রকল্পের প্রতিনিধি হিসেবে পাঠানো হয় নৈজপ্রহরী উসাইসুই মার্মা(৩০) কে। উত্তোলনকৃত টাকার নিয়ে নৈজপ্রহরী উসাইসুই মার্মা যথা সময়ে অফিসে আসার কথা থাকলে ও তিনি দীর্ঘ সময় টাকা নিয়ে অফিসে না আসার ধারণা করা হয়েছে তিনি উক্ত প্রকল্প টাকা নিয়ে উধাও হয়েছে। উক্ত প্রকল্প কার্যালয়ে কম্পিউটার অপারেটর জনাব শরিফুল ইসলাম মুটোফোনে জানান, টাকা উত্তোলনে দায়িত্ব নৈজপ্রহরী উসাইসুই মারমা কে দিয়ে এবং সাথে করে মাঠ সহকারী সাইদুর হাসান কে ও পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দুজনের এক সাথে অফিসে আসার কথা থাকলে ও সাইদুর হাসান নিজ কাজে হিন্দু পাড়ায় থেকে যান, এতে নৈজপ্রহরী টাকা গুলো নিয়ে উধাও হয়ে যায়। এদিকে ঘটনা প্রবাহ নিশ্চিত করতে উক্ত প্রকল্প কর্মকর্তা ফেরদৌ আরা কে মুঠোফোনে বার বার ফোন করা হলে ও তার মুঠোফোন বন্ধ থাকায় বিস্তারিত ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে বর্তমানে কর্মরত আলীকদম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রকিব উদ্দিন মুঠোফোনে ঘটনা সততা শিকারে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে, তিনি প্রয়োজনীয় আইনুগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে ও জানিয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com