রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান,কালের খবর : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (২৩জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২০১৯-২০২০ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)
১৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত এই সুবিধার আওতায় এ বছর শ্রীমঙ্গল উপজেলাতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশ্ববিদ্যালয়ে পড়ুৃয়া ১৯ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৪,৭৫০০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।–>