রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
গাইবান্ধা থেকে সুমন মিয়া, কালের খবর :
গাইবান্ধায় নাসির উদ্দীন নামের একজন পেশাদার প্রতারক আটক করেছে গাইবান্ধা জেলা পুলিশ ।আজ দুপরে গাইবান্ধা পুলিশ সুপারের সভা কক্ষে এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান কখনো মন্ত্রী কখনো বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এলিট নাম্বারে সিরিয়ালের নাম্বার ব্যবহার করে বিভিন্ন সরকারী কর্মকর্তার কাছে ফোন করে তদবীর করাসহ প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় তার কাজ ।
বিগত ০৩-০৬-২০ তারিখে পুলিশ সুপারের ব্যক্তিগত নাম্বারে শিল্প মন্ত্রী পরিচয় দিয়ে এস আই ওয়াহেদের বদলি স্থগিতের তদবির করে ।এর আগে সে রংপরের অতিরিক্ত ডিআইজি মহোদয়ের কাছে ফোন করেছে । সে শুধু পুলিশ অফিসারদের কাছে ফোন করে নি বিভিন্ন মেডিকেল,ইঞ্জিনিয়ার বিজিবি অসখ্যক ডিপার্ট মেন্টে নিয়োগ, বদলির সুপারিস করে । তাছাড়া গাইবান্ধা সুন্দরগঞ্জেরেএসআই এর জন্য তদবীর করার ফলে বিষয়টি পুলিশ সুপারের সন্দেহজনক হলে বিষয়টি অতিরিক্ত ডিআইজি মহোদয়ের নাম্বারটি নেয়া হলে দেখা যায় নাম্বারটি মিলে যায় ।তারপর কললিস্টের মাধ্যমে তার তথ্য বের করে তাকে আটক করে গাইবান্ধা জেলা পুলিশ