বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
মোঃ আশরাফ উদ্দিন,সীতাকুন্ড, চট্রগ্রাম,কালের খবর : সীতাকুণ্ডে করোনাকালে মানবতার সেবায় এগিয়ে এসেছে অনেক মানবিক স্বেচ্ছাসেবী ও করোনা যোদ্ধারা। বিশেষ করে যারা ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে সম্মুখভাগে থেকে মানবতার সেবায় কাজ করছে এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফনকাজে ছুটে যাচ্ছে সে সব যোদ্ধাদের মাতৃভূমি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১০০ টি পিপিই প্রদান করা হবে।
তারিখঃ ১৭ জুন, সকাল- ১১ টায়
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
প্রধান অতিথি –
জনাব মিল্টন রায়
উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড।
সম্মানিত অতিথি –
জনাব আ ম ম দিলসাদ
সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদ।
অতিথি –
জনাব সৌমিত্র চক্রবর্তী
সভাপতি, সীতাকুণ্ড প্রেস ক্লাব।
জনাব লিটন চৌধুরী
সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড প্রেস ক্লাব।
জনাব আতাউল হাকিম আরিফ
সাধারণ সম্পাদক, জিয়া-নূর ফাউন্ডেশন, সীতাকুণ্ড।
জনাব শিপলু দাস
সাধারণ সম্পাদক, মাতৃভূমি সামাজিক সংগঠন।
জনাব মানস নন্দী
সহ সভাপতি, মাতৃভূমি সামাজিক সংগঠন।
সহযোগিতায় –
মোহাম্মদ ইউসুফ আলী
পৃষ্ঠপোষক, মাতৃভূমি সামাজিক সংগঠন ও
জিয়া- নূর ফাউন্ডেশন, সীতাকুণ্ড।