শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
সাঈদুর রহমান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি,কালের খবর : ঝিনাইদহ কালীগঞ্জ মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতানের মেয়ে আনিকা তাবাসসুম জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
সে এবার এসএসসি পরীক্ষায় কালীগঞ্জ শহরের সলিমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে।
এই ফলাফলে সে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি তার স্কুলের শিক্ষক, অভিভাবক, পিতামাতা, গৃহশিক্ষক, সহপাঠীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ইতিপূর্বে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। আনিকা ভবিষ্যতে উচ্চ শিক্ষা সমাপ্ত করে একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে দেশ সেবায় অংশ নিতে সকলের কাছে দোয়া প্রার্থী।