শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার মোঃ তপছিল হাছান, কালের খবর ঃ চাঁদপুর বাবুরহার্ট মতলব পেন্নাই সড়কের মেরামত করার জন্য আল-বারাকা ইস্কুল হইতে পাঁচদোনা পর্যন্ত ১.৮ কিলেমিটারে ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় হাছান ট্রেকনাছ বিলাস প্রোপাইটর এনাম পাটোয়ারি নামে রোডের নির্মাণ কাজ করে।
গত ১৮ মে বুধবার সন্ধা দিকে আম্ফান ঘূর্ণিঝড়কে উপেক্ষা করে এবং ইফতারে সময়কে সামনে রেখে ঘূর্ণিঝড়ের পানি দিয়ে রাস্তায় পিরিচ ঢালাই করা হয়। এ-ই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কাজের মান নিয়ে প্রশ্ন জাগে। সাইট ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন ০১৭৮৮৬৮৩৬১৬ যোগাযোগ করার জন্য চেষ্টা করিলে মোবাইল নাম্বারটি অফ থাকে। চাঁদপুর জেলা অফিস সহকারি ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন নের সাথে মোবাইল মোটো ফোনে কথা বলতে চেষ্টা করিলে তিন চারবার লাইনগুলো কেটে দেয় হয়েছে মোবাইল নাম্বার হল০১৬২২২৪৪৮৬৭. কিন্তু ফোন রিসিভ না করে তিনি নাম্বারটি ব্লক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে কোনো কিছু জানতে পাওয়া যায়নি।
যেখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য প্রধান মন্ত্রী শেখখ হাসিনা সরকার পিতার আদর্শ ও নৈতিকতা নিয়ে প্রতিটি সেক্টরের কাজ সুষ্ঠ ও সঠিকভাবে কারার দিকনির্দেশনা দিয়েছেন। সেখানে ঠিকাদার করেছে পুকুরচুরি।