শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড পুলিশ বক্সের পাশ থেকে প্রথমে একজনের লাশ (৫৫) উদ্ধার করা হয়। অপরদিকে সানারপাড় পিডিকে পাম্প এলাকার রাস্তা থেকে আরেক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসি জানায়, রাস্তার পাশে দুই নারীর মরদেহ পড়ে থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে কেউ এগিয়ে যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) কামরুল ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি – ওই দুই বৃদ্ধকে ৭-৮ দিন ধরে শিমরাইল ও সানারপাড় এলাকায় অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের নাম-পরিচয় জানতে চেষ্টা চলছে।।