বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে কালের খবরঃ সারাদেশ তথা সারাবিশ্ব যখন কোভিট ১৯ করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী। তখন আমাদের মত গরীবদেশের সাধারণ শ্রমজীবী মানুষ খাদ্যের চরম দূর্ভোগে ভোগছে। সেই দূর্ভোগ কিছুটা লাগবের জন্য সরকারের দেয়া ত্রাণ বিতরণ করেন দামিহা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক আজহার।
জানা যায়, আজ ১৮ এপ্রিল রোজ শনিবার তাড়াইল উপজেলার ৫ নং দামিহা ইউনিয়নে ৩৩৩ ( তিনশত তেত্রিশ) জন হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেন। ৩০০ জন পরিবারের মধ্যে সরকারিভাবে বিতরণ করার সময় আরও বেশি চাহিদা থাকার কারণে চেয়ারম্যান মনিরুল হক আজহার তার নিজ অর্থায়নে আরো ৩৩ জন দরিদ্রের মাঝে এই ত্রাণ বিতরণ করেন। আগামীকাল রবিবার ব্যক্তিগত ভাবে আরও কিছু ত্রাণ দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।আজ এই ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব তারেক মাহমুদ, উপজেলা চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম শাহীন, ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, ধলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুবিন দামিহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার সাইকুল ইসলাম প্রমুখ।