সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
তাড়াইল কিশোরগন্জ থেকে ওয়াসিম উদ্দিন সোহাগ কালের খবরঃ আতংকিত না হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিসেফের ৮টি পরামর্শ মেনে চলার আহবান জানিয়ে তাড়াইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী ও কিশোরগন্জ জেলা শাখার নির্দেশে, সর্ব সাধারণের মাঝে মাস্ক, সাবান, বিতরণ ও জনসাধারণের কাছে লিফলেট পৌছে দেন তাড়াইল উপজেলা ছাত্রলীগ।
জানা যায়, গতকাল ২৪ মার্চ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় তাড়াইল উপজেলা ছাত্রলীগের অন্যতম পরিশ্রমী নেতা, মুজিব আদর্শের সৈনিক তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হুমায়ূন কবিরের নেতৃত্বে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে যেন জনসমাগম না হয় সে দিকে লক্ষ্য রেখে কতগুলি টিমে বিভক্ত করা হয়। টিমগুলি তাড়াইল উপজেলার বিভিন্ন সড়কের শ্রমজীবি পথচারীদের মাঝে ৫০০ সাবান, ৫০০ ফিল্টার মাস্ক বিতরণ করেন। জনগণ যেন করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পায় সে জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, হৃদয় আহমেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা ছাত্রলীগের রাফি ভূইয়া, ফয়সাল আহমেদ,রাসেল আহমেদ,কামাল পাশা,দিদার খাঁন,রায়হান উদ্দিন প্রমুখ।
এ সময় ছাত্রনেতা হুমায়ূন কবির বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ছাত্রলীগ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। নেতা হওয়ার জন্য নয়। দূর্যোগ মানুষের পাশে থাকার জন্য। তাড়াইল উপজেলার স্কুল কলেজের ছাত্রদের পাশে আছি থাকব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়বো।