শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
মোঃতপছিল হাছান, কালের খবর : চাঁদপুর মতলবে করোনা পরিস্থিতিতে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রচেষ্টাকে কঠোর হাতে দমন করার লক্ষ্যে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নাঁয়েরগাও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চালানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা হকের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
বাজার মনিটরিংয়ের সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী এক দোকানে মূল্য তালিকায় অতিরিক্ত দাম থাকয় এবং অধিক দামে দ্রব্য বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যায্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। এসময় তিনি বলেন এক প্রতিষ্ঠানের জরিমানা কারার মাধ্যমে সাকলকে সতর্ক করা হলো। তিনি আরো বলেন খাবার হোটেল বন্ধ রাখার জন্য এবং কোথায়ও কোন জনসমাবেশ না করার জন্য।