শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ), কালের খবর :
কিশোরগঞ্জের তাড়াইলে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী শাপলা মেডিকেলকে বিশ হাজার ও নুরে আলম ট্রেডার্সকে এক হাজার টাকা মোট ২১০০০ টাক্ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
জানা গেছে,আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে সদর বাজারের শাপলা মেডিকেলের মালিক নুরে আলম সিদ্দিকী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ যা (বিষের সমতুল্য) ফিজিশিয়ান স্যাম্পল (যা বিক্রয় করার জন্য নয়) বিক্রয় করার অভিযোগ প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে বিশ হাজার টাকা জরিমানা আদায় করে। ও মাদ্রাসা মার্কেটের নূরে আলম ট্রেডার্সে মূল্য তালিকা না থাকায় ও পেঁয়াজের অতিরিক্ত দাম রাখার দায়ে ৩৮ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্য পেঁয়াজ বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে দাম না বাড়ানোর জন্য অনুরোধ করা হয়। এর ব্যাতিক্রম হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয় । এ সময় উপস্থিত ছিলেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
তাড়াইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার। ও জেলা পুলিশের একটি চৌকস টিম।