সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ২১০০ ছাত্রছাত্রীর মধ্যে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী ‘ বই বিতরণ করা হয়েছে ০১ মার্চ, রবিবার সকাল ১০টায় নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুরের এম,পি জহিরুল হক মোহন, পলাশের এম,পি ডাঃ দিলীপ,নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মতিন ভুঁইয়া, নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার পিপিএম বার (বিপিএম), নরসিংদী পৌরসভার মেয়র মোঃ কামরুল,ব্যাবসায়ী বাবু প্রবীর কুমার সাহা, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, প্রধান অতিথি বলেন, তোমরা বঙ্গবন্ধুর সম্পর্কে জানো, তোমাদের কে বঙ্গবন্ধুর আদর্শে বড় হতে হবে,বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী তোমরা পড়বে, তাতে বঙ্গবন্ধুর সম্পর্কে তোমরা অনেক কিছুই জানবে। বঙ্গবন্ধু কে জানলেই বাংলাদেশ কে জানা হবে। এই রোদে তোমাদের কষ্ট হবে বিদায় আমি আর বক্তব্য বাড়ালাম না। এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাই কে আন্তরিক ভাবে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ আমরা স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছি। কোমলমতি ছাত্রছাত্রীরা তোমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে ভবিষ্যতে দেশের সেবক হও। নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকের অনুষ্ঠান কে সফল হিসাবে তিনি অভিহিত করেন।