রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
কলসিন্দুর ধোবাউড়া সড়কের বেহাল দশা। কালের খবর

কলসিন্দুর ধোবাউড়া সড়কের বেহাল দশা। কালের খবর

ধোবাউড়া (ময়মনসিংহ),প্রতিনিধি, কালের খবর : কলসিন্দুর বলতেই দেশের মানুষের চোখে ভেসে উঠে কীর্তিমান নারী ফুটবলারদের মুখ। একটি বিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে ফুটবল দলে খেলার গৌরব অর্জন করেছে কলসিন্দুরের ১২ জন কিশোরী। কিন্তু এক দশকেও কলসিন্দুর-ধোবাউড়া ভায়া তারাকান্দা সড়কের বেহাল দশার কারণে দুর্ভোগ কাটেনি। তারাকান্দা থেকে ধোবাউড়া উপজেলার ১৯ কিলোমিটার সড়কের বেশির ভাগ খানাখন্দে ভরা। এলজিইডি কর্তৃক নির্মাণাধীন এ সড়কের এমন বেহাল দশার কারণে সুসং দুর্গাপুর, ধোবাউড়া, ফুলপুর উপজেলার যাত্রী সাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সেই সঙ্গে বেড়েছে পরিবহন ভাড়া। সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে প্রসূতি মা-সহ সাধারণ রোগীরা। কলসিন্দুর-গোয়াতলা সড়কের মেরামতের কাজ বছরে এক দু’বার শুরু হলেও ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষের গাফিলতির কারণে কাজটি বন্ধ রয়েছে।

ধোবাউড়া উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান, কলসিন্দুর থেকে গোয়াতলা পর্যন্ত সড়কের টেন্ডার হয়েছে এবং গোয়াতলা থেকে তারাকান্দা সড়কের সুতারপাড়া থেকে কেন্দুয়া পর্যন্ত সড়ক মেরামতের কাজ টেন্ডারের অপেক্ষায় আছে। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও ফুটবল কন্যাদের টিম লিডার মালা রানী সরকার বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। তিনি আরো বলেন, বর্ষা মৌসুমে সড়কের সিলকোট কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়। তিনি আরো বলেন, সামান্য বৃষ্টি হলে এসব গর্তে হাঁটু পানি জমে যাওযায় এ সড়ক দিয়ে কলসিন্দুরের ফুটবল কন্যাসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জীবন বাজি রেখে চলাচল করতে হয়। তিনি সড়কটি দ্রুত সংস্কারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com