রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
জেলা প্রতিনিধি সাতক্ষীরা, কালের খবর : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা এলাকায় যাত্রীবাহি বাস খাঁদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার বেলা এগারটার দিকে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোরশেদ জানান,খুলনা থেকে সাতক্ষীরাগামী দ্রুতগতিতে আসা যাত্রীবাহি বাস শাকদহা এলাকায় পৌঁছালে এক সাইকেল আরোহীকে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধারতৎপরতা চালায়। এঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়। তাদের মধ্যে যশোরের কেশবপুর উপজেলার চুকনগর এলাকায় রফিকুল ইসলাম ও হাসিবুর রহমান, সাতক্ষীরার শ্যামনগরের পুশ্চিম দুর্গাবাটি গ্রামের জয়ন্ত মণ্ডল, কলারোয়া উপজেলার মীর্জাপুরের রোজিনা খাতুন, তার মেয়ে রজনী, খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের শারমিন খাতুন, সাতক্ষীরা সদরের দক্ষিণ ফিংড়ি গ্রামের নিত্যানন্দ সাহা, গাভা গ্রামের রজব আলী, পুরাতন সাতক্ষীরার শেখর সরকার। তবে অন্যদের পরিচয় জানা যায়নি। তাদেরকে তাদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় রফিকুল ও হাসিবুলকে খুলনা ২৫০ শয্যা হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।