বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
,তাড়াইল প্রতিনিধি, কালের খবর :
বাংলাদেশ আওয়ামীগের প্রানের দল বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার ৪ জানুয়ারি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নে পালিত হয়েছে।
জানা যায়, উপজেলার রাউতি ইউনিয়নের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে কেক কাটার মাধ্যমে, পুরুড়া বাজার ডাচ বাংলা ব্যংকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের ছাত্র নেতা সারোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে ও মুহিবুল হক সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন তারিক ( সাবেক চেয়ারম্যান ২ নং রাউতি ইউনিয়ন পরিষদ ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রাউতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিভার বাংলা নদী সভার উপজেলা আহ্বায়ক আফজাল হোসেন আজম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও টিভি অভিনেতা আবুল হাসেম জয়, উপজেলা রাউতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল করিম মুহিন, কৃষক লীগের সভাপতি হানিফ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল হাই, সাবেক ছাত্র নেতা মশিউর রহমান কায়সার, শাফায়েত মাহমুদ আকাশসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে তাড়াইল উপজেলা ছাত্রলীগের পক্ষে ছাত্রনেতা মোঃ হুমায়ুন কবির, জাকির হোসেন খেলন, আবুল কাইয়ুম ভূইয়া রাফির নেতৃত্বে একটি স্লোগানে মুখর ছাত্র মিছিল উপজেলার বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে।