শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
চরফ্যাশন থেকে মো.তুহিন, কালের খবর :
সরকারের শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়নে বিনা মূল্যে লাইন নির্মানের কথা থাকলেও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কিছু সাব ঠিকাদার অর্ধশত গ্রহকের নতুন বিদ্যুৎ লাইন নির্মানে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা, এর মূল হোতানতুন বিদ্যুৎ লাইন নির্মানে সাব ঠিকাদার রাকিবুল ইসলাম, এই রাকিবুলের বিরুদ্ধে এওয়াজ পুর দক্ষিন আইচা এলাকার গ্রাহকদের অভিযোগের শেষ নেই, কথিত রাকিবুল ইসলাম খুঁটি স্থাপন, তার টানা,ট্রান্সফরমার স্থাপন সহ সকল ক্ষেত্রেই গ্রাহকের থেকে অর্থ আদায় করে থাকে, টাকা না দিলে সে এলাকার কাজ বিভিন্ন অজুহাতে বন্ধ রাখে। বর্তমানে সাব ঠিকাদার রাকিব দক্ষিন আইচা থানা চরমানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে লাইন নির্মানের জন্য গ্রাহক প্রতি ২হাজার ৫শ, টাকা করে চাঁদা নিচ্ছে। যে গ্রাহক টাকা দিতে রাজি নয় তার বিদ্যুৎ সংযোগ হচ্ছেনা । এবং ,গ্রাহকেরা আরো জানান এর বিরুদ্ধে কতৃপক্ষকে অবগত করলে তারাও রাকিবের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার চেষ্টা করছে আসলে সে স্থানীয় চেয়ারম্যানের লোক হওয়ার কারণে কাউকে তোয়াক্কা না করে গ্রাহকদের জিম্মি করে এসকল দূর্নীতি করার সাহস সে পাচ্ছে। এমন অনিয়ম থেকে রক্ষা পেতে গ্রাহকরা স্থানিয় সাংসদ সদস্যর হস্তক্ষেপ কামনায় ঐক্যবদ্ধ হচ্ছে। এ বিষয়ে সাব ঠিকাদার রাকিবের ছবিসহ বিস্তারিত প্রকাশ করা হবে দৈনিক কালের খবর পত্রিকায়। সাব ঠিকাদার রাকিবের বিরুদ্ধে আরো তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হলো। মোবা. 01753526333, তথ্য দাতার নাম ঠিকানা গোপন রাখা হবে।