রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
ডেমরা প্রতিনিধি, কালের খবর :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করতে চান সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। এখানে নর্দমাসহ সুপরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণের অঙ্গীকার করেছেন তারা।
এছাড়াও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিশুপার্ক, ওয়াকওয়ে, খেলার মাঠ, ব্যায়ামাগার ও আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। আর অভ্যন্তরীণ সড়কে দীর্ঘ সময় ধরে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে চান প্রার্থীরা।
এ লক্ষ্যে অবৈধ দখল-দূষণে থাকা মুগদাপাড়া খালটি উদ্ধার করে দ্রুত এর নাব্যতা ফিরিয়ে আনতে সবাই বদ্ধপরিকর। এছাড়াও মাদক ও সন্ত্রাসসহ নানা অপরাধ দূর করে ওয়ার্ডটিকে সর্বাধুনিক ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা।
মুগদা থানাধীন ডিএসসিসি ৬ নম্বর ওয়ার্ডটি উত্তর-দক্ষিণে মুগদাপাড়া, পশ্চিমে মুগদা বিশ্ব রোড ও পূর্বে মান্ডা খাল পর্যন্ত বিস্তৃত। ঘনবসতিপূর্ণ এ ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও এখানে প্রায় ৩ লাখ মানুষের বসবাস।
ডিএসসিসির ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিএম সিরাজুল ইসলাম, ডিএসসিসির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালীউল্লাহ জুম্মন ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা।
বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- মুগদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন কফিল ও প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুল হুদা।
এ ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়কগুলোর বেশির ভাগ ভেঙে পড়া স্যুয়ারেজ ব্যবস্থাসহ অপ্রশস্ত ও অপরিকল্পিত। এলাকার সর্বত্রই নোংরা পরিবেশ ও ধুলাবালি। নজরদারি না থাকায় নগরীর মুগদাপাড়ার অভ্যন্তরে বয়ে যাওয়া খালটি অবৈধ দখল-দূষণের কবলে রয়েছে।
খালের পচা কালচে দুর্গন্ধযুক্ত পানির কারণে চারদিকে ছড়িয়ে পড়েছে নানা পানিবাহিত রোগবালাই। আর খালের মধ্যে ফেলা বাসিন্দাদের ময়লা-আবর্জনায় খালের পানিপ্রবাহ বন্ধ হওয়ার উপক্রম।
ডিএসসিসির ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম যুগান্তরকে বলেন, তুলনামূলকভাবে ডিএসসিসির অন্যান্য ওয়ার্ডের চেয়ে এখানে উন্নয়ন কাজ অনেক বেশি হয়েছে।
ডিএসসিসি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা যুগান্তরকে বলেন, দলীয় মনোনয়নের ভিত্তিতে কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন করব।
এছাড়া যানজট, ব্যাটারিচালিত অবৈধ ৩ চাকার যানবাহন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড ঘোষণা ও তার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। মুগদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন কফিল যুগান্তরকে বলেন, দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে এলাকায় যুদ্ধ ঘোষণা করব।
এছাড়াও ওয়ার্ডে কিশোর গ্যাঙ, যৌন হয়রানি ও প্রতিবন্ধকতা প্রতিরোধের জন্য কিশোর ও যুবকদের কাউন্সেলিংয়ের আওতায় আনা হবে। জলাবদ্ধতা দূর করে খেলার মাঠ, শিশুপার্ক, কমিউনিটি সেন্টার ও কবরস্থান নির্মাণ করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করব।