সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
ষষ্ঠবারের মতো ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মানবজমিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক। গত বছরের জুন মাসে শিশুদের নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাকে ইউনিসেফ কর্তৃপক্ষ এ পুরস্কার প্রদান করে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো আয়োজনে রিপোর্টিং বিভাগে সেরা রিপোর্টার হিসেবে ওমর ফারুকের নাম ঘোষণা করা হয়। এ সময় তার হাতে পুরস্কারটি তুলে দেন ইউনিসেফের বাংলাদেশ প্রধান টোমো হোযুমি, ইউনিসেফের শুভেচ্ছা দূত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চিত্রনায়িকা মৌসুমী, জাদুশিল্পী জুয়েল আইচ। রিপোর্টিং ও ফটোগ্রাফী ক্যাটাগরিসহ বেশ কয়েকটি বিভাগে গত পনেরো বছর ধরে এই পুরস্কারটি দিয়ে আসছে ইউনিসেফ কর্তৃপক্ষ। এর আগে শিশুদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লিখে পাঁচবার এই পুরষ্কার জেতেন ওমর ফারুক।