রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে ওয়াসিম সোহাগ কালের খবরঃ জানা যায়, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সদর ( তাড়াইল- সাচাইল) ইউনিয়ন সাচাইলের আলতু মিয়া (সিকদার) সাহেবের ছেলে রাজু সিকদার জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে, ময়মনসিংহ বিভাগীয় প্রস্তুতি কমিটিতে স্হান পায়। ও ময়মনসিংহ নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় শাখার জাতীয় ছাত্র সমাজের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই অর্জন তাড়াইল উপজেলা জাতীয় পার্টি তথা জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের জন্য গৌরবের। এই উদীয়মান ছাত্রনেতা তাড়াইল উপজেলার ছাত্র সমাজের সাধারন সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন। তিনি প্রকৃত ছাত্রনেতা। কারন তিনি রাজনীতির পাশাপাশি লেখাপড়াও বিশেষ কৃতিত্ব দেখিয়ে চলেছেন। তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করেন। এইচ,এস,সি ময়মনসিংহ কমার্স কলেজ ও নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান নিয়ে অনার্স ফার্স্টক্লাস পেয়ে ছাত্রনেতা হিসাবে কৃতিত্ব দেখিয়েছেন। সাবেক মন্ত্রী ও বর্তমান কিশোরগঞ্জ ৩ (তাড়াইল- করিমগঞ্জ ) সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয়ের অত্যন্ত স্নেহভাজন, আস্থাভাজন ছাত্রনেতা হিসাবে পরিচিত।