রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি, কালের খবর : নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের শুক্রবার(১৩ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১১টায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বড়বাজারস্থ শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহার সভাপতিত্বে লিটন পন্ডিতের সঞ্চালনায় এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল কুমার দাস,সাধারণ সম্পাদক সমির ভদ্র রানা,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য,নরসিংহ আখড়া কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জিত সাহা প্রমূখ।
এ বর্ধিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও জেলার ১০টি উপজেলার পূজা কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় চার শতাধিক মন্দির ও মন্ডপে শারদিয়া দূর্গাপূজা অনুষ্টিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।