রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার রাজশাহী, কালের খবর : শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্র লীগের মূলনীতি। এই শ্লোগানকে সামনে রেখে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দলটির গোদাগাড়ী কার্যালয়ে।গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় সম্পূর্ণ কার্যকর করার দাবি করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন।
আলোচনা সভায় গোদাগাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হামিদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম বকুল,পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রেজা,গোদাগাড়ী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খাদিম সহ আরও অনেকে।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়।এরই ধারাবাহিকতায় ১৫ আগষ্ট বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি শোক দিবস হিসেবে পালন করে থাকে দলটি।১৫ আগষ্ট সারাদিন ব্যাপি কাল ব্যাচ ধারণ করে দিনটিকে সম্মান জানায় সর্বস্তরের মানুষ।