সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
এম সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি, কালের খবর : জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুলাই) বানভাসিদের মাঝে জরুরী ত্রান বিতরন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার এস.এম রশিদুল হক।
সকালে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বালাপাড়া এলাকায় ৪শ বানভাসি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ লিটার পানির বোতল ও মুড়ি বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী, মহিষখোঁচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেনসহ আদিতমারী থানা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।
একই দিনে হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের একশত পঞ্চাশ পরিবার , সিংগীমারী ইউনিয়নে একশত পঞ্চাশ পরিবার ও গড্ডিমারী ইউনিয়নে তিনশত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ লিটার পানির বোতল, ৫ প্যাকেট বিস্কুট ও মুড়ি বিতরন করা হয়।
এ সময় সকল ইউনিয়নের চেয়ারম্যান, জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, হাতীবান্ধা থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।