রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
রবিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের পূর্ব জাজিরা এলাকায় অজ্ঞাতপরিচয় এক যবুকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম পরিচয় জানা যায়নি।
জাজিরা পুলিশ ফাঁড়ির এসআই জাভেদ পারভেজ জানান, রবিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের পূর্ব জাজিরা এলাকায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে এক অজ্ঞাতপরিচয় লাশটি উদ্ধার করে।তাকে গলায় ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে জানান। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।