বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
কালের খবর ডেস্ক : ব্যবসার কুখ্যাত কারবারী রুবেল ওরফে রুবেল হিরোইনচি শনিবার রাত আনুমানিক নয়টায় গোদাগাড়ীর হেলিপ্যাড থেকে গ্রেপ্তার হয়েছে।এস আই আনোয়ারের নেতৃত্বে তাঁর দল নিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়।দীর্ঘদিন ইন্ডিয়ায় পালিয়ে থাকার পর দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,২০১৭ সালে রুবেল হিরোনচি এবং তার চাচাতো ভাই আনুমানিক দুই লক্ষ টাকার হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সময় তাদেরকে গোদাগাড়ী থানা পুলিশ ধাওয়া করে।পুলিশের তাড়া খেয়ে রুবেল হিরোইনচি পালিয়ে যেতে সক্ষম হয় এবং তার চাচাতো ভাই গ্রেপতার হয়।তার চাচাতো ভায়ের জবানবন্দিতে রুবেলের মাল বলে স্বীকার করলে রুবেলও ঐ মামলার প্রধান আসামী বলে চিহ্নিত হয়।তারই ধারাবাহিকতায় রুবেলকে গ্রেফতার করা হয়।