শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
ওয়াসিম সোহাগ,তাড়াইল প্রতিনিধি, কালের খবর :
মাদক মুক্ত সমাজ গড়ি, তরুন সমাজকে রক্ষা করি। এই স্লোগানকে সামনে রেখে, আজ সকাল ১১ ঘটিকায় তাড়াইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীনের নেতৃত্বে তাড়াইল বনিক সমিতির উদ্যেগে এক মাদক বিরুধী র্যালী অনুষ্টিত হয়। র্যালীটি উপছেলা প্রশাসন গেট থেকে শুরৃ করে তাড়াইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে বালুর মাঠে এসে আলোচনায় মিলিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় নব নির্বাচিত চেয়ারম্যান জহিরল ইসলাম শাহীন বলেন -আমি নির্বাচনের আগে আপনারদের কথা দিয়ে ছিলাম আমি নির্বাচিত হলে আপনাদের মাদকমুক্ত তাড়াইল উপহার দেব। তাই “”আমি আজ করলাম অঙ্গিকার, তাড়াইলকে মাদকমুক্ত রাখতে সহযোগিতা চাই সবার””তিনি আরো বলেন আমাকে আপনারা বিশ্বাস করে ভোট দিয়ে নির্বাচতি করেছেন। এবার আপনাদের কথা আমি রাখব। উল্লেখ্য যে জহিরুল ইসলাম শাহীন তাড়াইল উপজেলার সাবেক জন নন্দিত সফল চেয়াম্যান মরহুম কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চনের বড় ছেলে। বাবার মত ছেলেও জনপ্রিয়তার শীর্ষে থাকবে এটাই সাধারন মানুষের কামনা। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত তাড়াইল বনিক সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রুকন উদ্দিন মহাজন আলহাজ্ব এ কে এস জামান সম্রাট,ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, জনাব,মুবিন চেয়ারম্যান, সাইদুর রহমান,গোলাপ হোসেন,শাহ আলম সিদ্দিকী,রুবেল হৃসেন সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ রাজনৈতি নেতা ও সুধী সমাজ উপস্হিত ছিলেন।