রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
ধামইরহাট-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, কালের খবর : নওগাঁর ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজের মা রাবেয়া বেগম (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজেউন)। বৃহস্পতিবার রাত ১টার দিকে স্টোক জনিত কারণে তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত জোতওসমান ফকিরপাড়া গ্রামে নিজ বাসভবনে মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী মো. ইদন আলী, দুই ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দাফনের সময় ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাবেক সভাপতি আব্দুল মালেক, সাংবাদিক সন্তোষ কুমার সাহা, হারুন আল রশীদ, এসএম মাসুদুর রহমান, আব্দুল কাদেরসহ অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।