সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
নবীনগর থেকে মো.কবির হোসেন, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রবিবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইউএনও মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা কৃষকলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।