মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
বেনাপোল থেকে এইচ এম আবুল বাশার, কালের খবর :- খুলনা ব্যটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর ও পুটখালী বিওপি‘র টহল দল কর্তৃক পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে
বেনাপোল পোর্ট থানার আতিক মসজিদের পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে গতরাত ৮টার সময় ২৪ বোতল ফেন্সিডিলসহ নুরউদ্দিন আটক করে সে খড়িডাংগা গ্রামের আদম আলীর ছেলে।
এবং পুটখালী বিওপির টহল দল কর্তৃক শিকড়ী মাঠের মধ্যে রাত ৪ টার সময় ১৪৯ বোতল ফেনসিডিল সহ আরমানকে আটক করে। সে কাগমারী গ্রামের আমিনুর রহমান এর ছেলে।
বিজিবি জানায়, পৃথক পৃথক অভিযানে আরো পরিত্যক্ত ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মোট ২৪৮ বোতল ফেনসিডিল সহ আটককৃতদের মাদক আইনে মামলা দায়ের পূর্বক আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবিঅতিরিক্ত পরিচালক সৈয়দ সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।